আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:৭১ বাংলাদেশ

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা নির্যাতনের বিচার ও তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন করে।এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্যে রাখেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহববুর রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, বালিয়াডাঙ্গী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকবুল হোসেন, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক জানে আলম শেখ, মোস্তাফিজুর রহমান, হাসান আলী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে, অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি করেন। সাংবাদিক রোজিনার মুক্তি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুশিয়ারি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *