এন. এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ব্যাটারী চালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু তার অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় ২০ টি অটোভ্যান বিতরণ করেন। এর আগে এ উপলক্ষে করোনার স্বাস্থ্যবিধি মেনে মোস্তফা মহসিন সরদার টিপুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, থানার ওসি আব্দুল্লাহিল জামান, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, নদী বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, বেলকা ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদার, জুলফিকার আলী সরদার চন্দন, হাসানুজ্জামান হাসান, শফিকুল ইসলাম বাদশা প্রমূখ।
পরে ভ্যান বিতরণ করা হয়। উল্লেখ্য, উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলহাটে প্রতিষ্ঠিত সরদার মহসিন মেডিকেল সেন্টারের (দাতব্য চিকিৎসালয়) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু পশ্চিম বেলকা গ্রামের মরহুম মজিবুর রহমান সরদারের ছেলে ও একজন আমেরিকা প্রবাসী। তিনি বিগত ১৫/১৬ বছর থেকে নদী ভাঙ্গন, বন্যা কবলিত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মাদরাসায় আর্থিক সহায়তার পাশাপাশি দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে নলকুপ বিতরণ করছেন।