মোঃ এন.এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহি পাঁচপীর বাজারে কালবৈশাখীর তান্ডবে শতবর্ষি একটি বটগাছ ব্যস্ততম রাস্তার উবড়ে উপড়ে পড়ার প্রায় দুই মাস হতে চললেও গাছটি সরানো হয়নি। সে কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারীগণ চলাফরা করতে বাধ্য হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসির দাবি গাছটি দ্রুত না সরালে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানায়, গত ৬ এপ্রিল উপজেলার উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখীর তান্ডবে বাজারের পূর্বপাশের সড়কের উপর গাছটি উবড়ে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পড়ে থাকা গাছটির নিচেই অনেকে ব্যবসা করছে। ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোন মাথাব্যথা নেই বললেই চলে। স্থানীয় আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছ জানান, উপজেলার সবচেয়ে বড় হাট পাঁচপীর। প্রতিদিন কয়েক হাজার হাটুরে বাজারে কেনাকাটা করতে যায়। বাজারের প্রাণকেন্দ্রের শতবর্ষি বটগাছটি পূর্বপাশের সড়কের উপর পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অনেকে কষ্ট করে চলাফেরা করছে। অতিদ্রুত গাছটি সরানো একান্ত প্রয়োজন। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া জানান, উপজেলা প্রশাসন সরেজমিন গাছটি দেখে গেছে। জনসাধারনের সুবিধার জন্য গাছটি সরানো একান্ত প্রয়োজন। কিন্তু এটি উপজেলা পরিষদের কাজ, এখানে ইউনিয়ন পরিষদের কোন হাত নেই।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফের সাথে কথা হলে তিনি জানান, গাছটি নিলামে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *