নিজস্ব প্রতিবেদকঃ
জনসেবায় উদ্ভাবন শ্রেণিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ।
শনিবার (২৩ জুলাই) ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে পদক বিতরণ করেন। এবারের সর্বমোট ১০টি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।
সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। এরপর ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব এবং ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান আহমেদ কায়কাউস।