আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও (সাবেক) শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী জনসাধারণের সঙ্গে ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
জানা গেছে, ৯মে সোমবার এমপির গ্রামের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চৌরখৈর গ্রামে তিনি এলাকার জনসাধারণের সঙ্গে ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সহসভাপতি আতাউর রহমান, গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল প্রমুখ।
এদিকে একই দিন এর আগে সাংসদ ওমর ফারুক চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, তানোর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ ও প্রভাষক মুন্সেফ আলী প্রমুখ।