আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরেবেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডেভেলপমেন্ট এ্যাসোসিয়ান ফর সেলফ রিয়ালেন্স কমিউনিকেশন এ্যান্ড হেলথ’ ‘ডাসকো’র উদ্যোগে” টৈকসই পরিকল্পনা কর্মশালা পাবলিক প্রকল্পের প্রশিক্ষণ তানোর উপজেলা পরিষদ হলঘরে আয়োজন করা
হয়েছে।
জানা গেছে, ১৪ মার্চ সোমবার উপজেলা হলঘরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউপি চেযারম্যান নাজিমুদ্দিন বাবু প্রমুখ।