আলিফ আরিফা হক গাজীপুর
শিক্ষা-সংস্কৃতিক-মনুষ্যত্ব রক্ষাসহ রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস স্লোগান নিয়ে গতকাল রবিবার সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত ওই সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী, খেলা ঘর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, শ্রুতি আবৃত্তি অঙ্গন ও লৌকিক ব্যান্ডসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ গ্রহণ করেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর গাজীপুর জেলা সভাপতি রতিস কুমার দেবনাথের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি গাজীপুর জেলা সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক কমরেড কাজী রুহুল
আমিন, উদীচী জয়দেবপুর শাখার সভাপতি প্রনয় কুমার মন্ডল, টঙ্গী শাখার সভাপতি মাধব আচার্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষা-সংস্কৃতিক-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস এবং অব্যাহত শিক্ষক নির্যাতন-নিপীড়ন-হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশ চলা কলে বক্তব্যের মাঝে বিভিন্ন ধরনের সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী, খেলা ঘর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, শ্রুতিআবৃত্তি অঙ্গন ও লৌকিক ব্যান্ডসহ বিভিন্ন সাংস্কৃতিক
সংগঠনের শিল্পী ও কলাকৌশলীরা। সমাবেশ শেষে দুপুর সাড়ে বারটার দিকে গাজীপুর জেলা প্রশাসকের
মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *