রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি-১ এর নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীক বরণ করতে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।

গতকাল ২০ জানুয়ারি শুক্রবার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, বরুনা, কামসাইর, নগরপাড়া, ইছাখালী, পাড়াগাঁওম, পূর্বগ্রাম, পশ্চিমগাঁওসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহেদ আলী। এসময় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদদ্য ওমর ফারুক ভুইয়া, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মানিক মিয়া, পিয়ারা বেগম, রাজিয়া সুলতানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খান জয়, আওয়ামীলীগ নেতা মহিবুর রহমান, হাজী ফজল, আবুল হাসেম, জাহাঙ্গীর, ফারুক, আলী, আবু বকর, সিদ্দিকসহ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এমআরটি-১ এর ডিপো নির্মাণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৯৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ৩১ শতাংশ জমির দখল বুঝে পেয়েছে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল। এমআরটি-১ এর ডিপো নির্মাণে মাটি ভরাটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের পর জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যা আয়োজন করবে আওয়ামী লীগ। সরকারি আয়োজনে অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা সুধী সমাবেশে বক্তৃতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *