বন্দর প্রতিনিধি : বন্দরে সিআর মামলার সাঁজাপ্রাপ্ত ভাই/ বোনসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ কাজীবাড়ী এলাকার মৃত তৈয়ব আলী প্রধানের মেয়ে সিআর মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী আলী আহাম্মদ (৭৫) একই মামলার অপর সাঁজাপ্রাপ্ত আসামী ও তার ছোট বোন রাজিয়া খাতুন (৭০) বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত নাজির উদ্দিন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী খোকন (৩৫) বন্দর থানার ইস্পাহানী বাজার এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বেল্লাল হোসেন বিল্লু (১৯) বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী আল আমিন (৩৫) একরামপুর সুইপার কলোনী এলাকার মৃত প্রতাপ লালের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্রী ওমর লাল (৩০) সোনাচরা এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত মামুন (৩৮) দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার জাকারিয়া মিয়ার ছেলে একাধিক ওয়ারেন্টভূক্ত আসামী রোমান (৩৩) নবীগঞ্জ কদমতলী এলাকার সোনা মিয়ার ছেলে নাজমা আক্তার (৫২) ও সোনাচরা এলাকার সাইদুর রহমানের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী হাসান বিন সাঈদ (৩০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ী এসআই আরিফ পাঠান ও বন্দর থানননার এএসআই রাখিমুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ভাই আলী আহাম্মদ ও বোন রাজিয়া খাতুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বন্দর থানার এসআই অভিজিৎ, এসআই বিল্লাল হোসেন, এসআই শাহিদুল, এসআই মামুন, এএসআই সুলতান,এএসআই লাভলু ও এএসআি রিপনসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *