মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ
দেশবাসির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মিত্যুর সাথে পাঞ্জা লড়ে যাওয়া কুতুবউদ্দিন
চট্টগ্রামের দি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনকালে সকল পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তার ডান পাশের কিডনিতে টিউমার হয়েছে।
গত ২৪ মাস যাবত হাতের কাছে থাকা টাকা পয়সা যা ছিল তাই দিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন এই পর্যাপ্ত পরিমাণ তাহাদের কোন স্বয় সম্পদ না থাকার কারণে তার চিকিৎসা বন্ধ হবার পথে এক টুকরো ভাঙ্গা কুড়ে ঘর ছাড়া থাকার মত তেমন কোনো ঠাই নাই।
সবশেষে কোন উপায় না পেয়ে দেশবাসীর কাছে শরণাপন্ন হলেন সাহায্যের আবেদন জানিয়ে
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাহার ডানপাশের কিডনির টিউমার অপারেশন করতে হবে যার খরচ ১০ লক্ষ টাকার অধিক পরিমাণ বলে জানিয়েছেন ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক।
কুতুবউদ্দিন (৫৫ ) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকার মোহাম্মদ মদন আলির সন্তান খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় খুবই অসহায় এবং দরিদ্র পরিবারের একজন চার চার সন্তানের মধ্যে তিন মেয়ে এক ছেলে বহু কষ্টের বিনিময় দুই মেয়েকে কোনরকম
বিবাহ দিয়েছেন ছোট এক মেয়ে এক ছেলে বাড়িতে রয়েছেন।
এলাকার কিছু হৃদয়বান ব্যক্তির কারণে তাহার সংসার কোন রকম চলে পরিবারে আর্থিক রোজগারের কোন সদস্য না থাকায় অনেক কষ্টে দিন যাপন করেন।
দেশবাসীর কাছে হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি উক্ত প্রতিবেদক এর মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন কারণ তার চিকিৎসার অনেক টাকার প্রয়োজন আছে।
১০ লক্ষ টাকার চিকিৎসা খরচ তার দ্বারা চালানো সম্ভব নয় বলে দেশের হৃদয় বান ও বিত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন দশের লাঠি একের বোঝা এই কথাটা ভেবে দেশবাসীর কাছে বাঁচার আকুতি জানিয়েছেন রোগী কুতুবউদ্দিন।
সাহায্য পাঠানোর ঠিকানা÷
কুতুবউদ্দিন
পিতা মোহাম্মদ মদন আলি
গ্রাম÷ আমিরাবাদ মাষ্টারহাট রউজান পাড়া,
ডাক÷ মাস্টার হাট
থানা÷ লোহাগাড়া
জেলা÷ চট্টগ্রাম
বিকাশ নং ০১৩১৬৩৮১১৫৯.