জয় রায় জয়ন্ত
খানসামা, প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ৪, ৫, ও ৬ অক্টোবর
ধরে অনুষ্ঠিত হবে।

এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ ও ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। চলমান এই ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদান করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে বিশেষ ভূমিকায় অবস্থান নিতে দেখা যায়।

তাদের কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে,
পরীক্ষার্থীদের জন্য তথ্য প্রদান মূলক সহায়তা কেন্দ্র, সুপেও পানির ব্যবস্থা, কলম বিতরণ ও ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ব্যাবস্থা। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থা সহ পরীক্ষার্থীদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পরীক্ষার্থীরা যাতে কোনো প্রকার ভোগান্তির স্বীকার না হয় সে জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রলীগ পৃথক পৃথক তথ্যকেন্দ্রের ব্যাবস্থা করে। যে কেন্দ্রগুলোতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সার্বক্ষণিক ভাবে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

এ বিষয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সাথে আলাপচারিতায় তিনি জানান যে, শিক্ষার্থীদের যে কোনো সংকট কিংবা প্রয়োজনে রাবি ছাত্রলীগ সব সময় সচেষ্ট ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা পরীক্ষার্থীরা অনেক ধরণের ভোগান্তির স্বীকার হয় সে কারণে প্রতি বারের মতো এবারেও রাবি ছাত্রলীগ তার কর্তব্য পালনে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। এবং যত দিন ভর্তি পরীক্ষা চলবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *