স্টাফ রিপোটার:
আত্মকর্মস্থানের লক্ষ্যে নারীদের প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে নারী উদ্যোক্তা উন্নয়নমুখী বৈঠক করেছে মানব কল্যাণ পরিষদ। গত ৩০ জুলাই শনিবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সংগঠনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী উদ্যোক্তা আমেনা বেগম সোনিয়া। নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য ও ইনসিয়ার চেয়ারম্যান সায়মা শাহিদা ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সফল নারী উদ্যোক্তা সুরাইয়া আহম্মেদ, ইনসিয়ার পরিচালক মাজেদা হোসাইন মিতা, বিউটিশিয়ান সুর্বণা সিরাজ, মোস্তারিন মুক্তা, ফাহমিদা খানম, শামীমা আক্তার নিশি ও অন্যান্য। বক্তরা বলেন, অর্থনৈতিক ভাবে নারীরা যদি স্বাবলম্বী হয় তাহলে যে কোন সিদ্ধান্ত গ্রহণসহ পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সে অবদান রাখতে পারে। তাহলে নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *