মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দু’রাতে চার পরিবারের দামী ১০টি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে চার গৃহস্থের গোয়ালঘর থেকে ওইসব গরু চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবদুর ছবুর। ক্ষতিগ্রস্থ গৃহকর্তারা জানান, চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে গাড়িতে তুলে নিয়ে যায় গরুগুলো।
জানা যায়, ১১ জুন শনিবার ভোররাতে লোহাগাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবুল বশরের গোয়ালঘর থেকে চোরেরা নিয়ে গেছে দামী চারটি গরু। অসহায় গৃহকর্তা আবুল বশর গরু চারটি লালন-পালন করেছেন বিক্রি করে মেয়ের বিয়ের ব্যয় সম্পাদনের জন্য। এ চার গরুর মূল্য ৪ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। নিজের পালিত চারটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। একই রাতে চুরি হয়েছে এলাকার জসিম উদ্দীন পরিবারের দু’টি গরু। অন্তত সাড়ে চার লাখ টাকা মূল্যের গরু দু’টি মোটা তাজা করা হয়েছে আসন্ন কুরবানী উপলক্ষে বিক্রির জন্য।
গরুচোরেরা ওই সময় মোটরসাইকেল আরোহী দুই তরুণের গতিরোধ করে অস্ত্র উঁচিয়ে। এ দুই তরুণ থেকে ছিনিয়ে নেয় নগদ ২৫ হাজার টাকা ও মূল্যবান দু’টি মোবাইল সেট। পরে, তাদের হাত মুখ বেধে খান মোহাম্মদ সিকদার পাড়া মসজিদ এলাকার ফোরকানিয়া মাদ্রাসার ছাদে আটকে রাখে। ক্ষতিগ্রস্থ তরুণরা হচ্ছে একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব লোহাগাড়া হাজি পাড়ার বদিউল আলমের পুত্র আকিব (২২) ও উত্তর কলাউজানের আবদুর ছবুরের পুত্র শাকিব (২২)। তাদের দেখা মতে স্বশস্ত্র গরুচোরেরা সংখ্যায় ৫জন হবে। তাদের নিকট ছিল একটি জীপ গাড়ি। মোটর সাইকেল আরোহী এ দুই তরুণ এক বিয়ে অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিজেদের ঘরে।
অপরদিকে, গত ১০ জুন শুক্রবার ভোররাতে লোহাগাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লোহাগাড়া হাজি পাড়া থেকে দু’পরিবারের চারটি গরু চুরি হয়েছে। এরমধ্যে আলী আহমদ পরিবারের বাছুরসহ দামী একটি গাভী ও ফয়েজ আহমদের ৩টি গরু। স্থানীয়রা জানান, তাদের গোয়ালঘরের তালা ভেঙ্গে চোরেরা নিয়ে যায় গরু। গরু চারটির মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে স্থানীয়দের অভিমত।
লোহাগাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তওরদী সিকদার পাড়ার প্রয়াত মমতাজের ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) বলেছেন, গরু চোরদের আতংকে রাতে ঘুমানো যাচ্ছে না। সারাদিন পরিশ্রম শেষে ঘরে গিয়ে রাতে জেগে থাকতে হয়