সারাদেশে সকল গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা’র সর্বস্তরের সাংবাদিকরা এ সভায় অংশ নেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবরে সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রইম রিপোটার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।

বক্তারা এসময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী’র ভাই আলী রেজা রিপনের দায়ের করা হয়রানীমূলক তৎকালীন আইসিটি অ্যাক্ট ৫৭ ধারা এবং র্বতমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ইত্তেফাকের সাংবাদিক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, যুগান্তর ও ডিভিসি নিউজের সাংবাদিক রাজু আহম্মেদ, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচিকে অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানিয়ে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালের কন্ঠ এবং নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাংগঠনিক সম্পাদক মো.নূরুজ্জামন কাউসার, মোঃ ফারুক হোসেন বাংলাদেশ সমাচার প্রতিনিধি, বন্দর প্রেস ক্লাবের সভাপতি পিন্টু খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহীম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের হোসেন শিবলী শিবলু, আড়াই হাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনউজে) সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, রিপোর্টাস ক্লাবের সভাপতি রাসেল,সিটি প্রেসক্লাবে কাযর্করি সদস্য তৌকিক আহামেদ রাসেল,অাক্তার হোসেন, আসলাম হোসেন তাহের,নূর হোসেন, আকবর হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *