স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় ২৫ জুন শনিবার বিকালে এক বিশাল বন্যার্ঢ র্যালীতে যোগদান করেন।
উক্ত আনন্দ উৎসব ও বন্যার্ঢ র্যালীতে জননেত্রী শেখ হাসিনা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উপস্থিত ছিলেন হাতাব উদ্দিন, মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো শরিফ, ধামগড় ৭ নং ওয়ার্ড মেম্বার ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ মো আইয়ুব, ধামগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক সামসোজ্জোহা প্রমূখ।
আনন্দ উৎসব ও বন্যার্ঢ র্যালীটি আলহাজ্ব আজিজুল হক আজিজের নেতৃত্বে ধামগড় জাঙ্গাল হয়ে মদনপুর হয়ে ইস্পাহানী হয়ে নবীগঞ্জ স্টার্ন হয়ে কদমরসূল কলেজস্থ মূল ব্যানারে যোগ দেন এসময় তিনি বলেন আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে আনন্দ উৎসব করবো পদ্মার বুকে আজ স্বপ্ন ভাসছে এটা সারা বাংলাদেশের অহংকার।
উক্ত আনন্দ র্যালীতে ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান, গনি মাসুম,দানেছ,জাকির,খোকন,শরিফ,ওমর শরিফ,আব্দুল করিম সহ হাজার হাজার নেতা কর্মীরা যোগদেন।
