কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
এদিন পশ্চিম বাংলার ব্যাস্ততম জেলা হাওড়ার বাজারে এক নেশাখোর সকাল থেকে বাজারে মাতলামি করছিল। সাধারণত মানুষের সাথে খারাপ ব্যবহার করছিল।
অগনিত বাজারে আসা মানুষের মধ্যে কিছু মানুষ ঐ মাতাল কে ধরে উদ্ধোম মাদ্ধোম মার দিয়ে স্হানীয় হাওড়া পুলিশের কাছে খবর দেওয়া হয়। স্হানীয় হাওড়া থানার বড় বাবু এসে ঐ মাতাল ও নেশা গ্রস্ত ব্যাক্তি কে হাওড়া থানাতে নিয়ে আসেন। ঠিক সেই সময় এক ব্যক্তি নিজেকে আই পি এস পুলিশ অফিসার পরিচয় দিয়ে মাতাল কে ছাড়াতে আসেন। সব ঠিক ছিল । এবং থানায় আগত আই পি এস অফিসার আসার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।
খাতির যন্ত চলতে থাকে। স্হানীয় মানুষ ও গনমাধ্যমের লোকেরা চলে আসেন। ঠিক সেই সময় ঐ আই পি এস পরিচয় দেওয়া ব্যাক্তির মধ্যে কিছু গরমিল দেখা যায়। তখন সন্দেহ হয় যে মাতাল নেশা খোর ব্যাক্তি কে যে ছাড়াতে এসেছে সে আসলে কোন আই পি এস অফিসার নয়। তখন ঐ ভূয়া আই পি এস অফিসার কে চেপে ধরতে বেরিয়ে আসে আসল রহস্য। এই জালি ও ভূয়া আই পি এস অফিসার আসলে প্রকৃত আই পি এস অফিসার নয়।
তিনি নিজেকে যে ২০১৪,সালের, ব্যাচের যে আই পি এস অফিসার হিসেবে তুলে ধরেন তা মিথ্যা ও জাল। তিনি আসলে ভারতের সামরিক বাহিনীর এক সিপাই ছিল নাম শ্রী নব কুমার। তখন সাথে সাথে ঐ ভূয়া আই পি এস অফিসার শ্রী নব কুমার কে গ্রেফতার করা হয়। এবং মাতাল ও নেশাখোর ব্যাক্তি দুই জন কে হাওড়া জেলা আদালতে তোলা হবে। এবং হাওড়া জেলার বিভিন্ন যায়গায় নিজেকে আই পি এস অফিসার বলে দাবি করে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য ১০,দিনের, রিট আবেদন করবে বলে হাওড়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।খবর লেখা পযন্ত ঐ ভূয়া আই পি এস অফিসার শ্রী নব কুমার হাওড়া পুলিশের শ্রী ঘরে রয়েছেন।।