জয় রায় জয়ন্ত
খানসামা, প্রতিনিধি-
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লক ডাউনের সরকারি নির্দেশ না মেনে বিকাল ৩ টার পর দোকান খোলা রাখার দায়ে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৯ দোকানি ও একটি গণপরিবহনকে ৮ হাজার ২শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা ও চিরিরবন্দর সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান বলেন, সম্প্রতি করোনাভাইরাস সারাদেশে তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা বিকার ৩টার পর ওষুধের দোকান ও জরুরী পন্য সেবা ছাড়া সব দোকান বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় সাত দোকানিকে জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *