নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউনের প্রথম দিন। সকাল থেকেই নরসিংদী শহরের বিভিন্ন সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ছোট ছোট যানবাহন ও গণপরিবহণ চলতে দেখা গেছে। এসময় অনেককেই মাস্কবিহীন ও স্বাস্থ্যবিধি না মেনে চলতে দেখা যায়। এদিকে লকডাউন জোরালো করতে, সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম।


অন্যদিকে জেলার উপজেলার চিত্রও একি রকম। সর্বত্র মাক্স ব্যবহারের সতর্ক কেউ নয়। হাট বাজারেও জনগনের স্বাভাবিক চলাফেরা লক্ষ করা যাচ্ছে। শিল্প এলেকা মাধবদী ও ঘোড়াশাল বিভিন্ন কারখানা গেইটেও শ্রমিকরা মানছেনা সরকারের করোনা দিকনির্দেশনা।

বিশেষ করে প্রাণ আর এফ এল এর শিল্পপার্ক ঘোড়াশাল ও ডাংগায় শ্রমিকরা করোনা ভাইরাসের কোন তোয়াক্কা করছেনা। আশাপাশের মার্কেটেও চলাফেরাতে কোন মাক্স ব্যবহার নেই। একজন শ্রমিক নাম বলতে ইচ্ছুক না, সে জানান কাজের সময় এই গরমে মাক্স মুখে এটে কিজ করতে ফাঁপর লাগে।

এদিকে নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২০জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০১জন। করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৫জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *