নারায়ণগঞ্জ মেট্রো হল সেন্ট্রাল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ শহরে প্রান কেন্দ্রে মেট্রো হল জোরা টাংকি সেন্ট্রাল জেনারেল হাসপাতালে সিজার করে বাচ্চা প্রসবের পরে ভুল ইনজেকশন দিয়ে মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত পান্নার পরিবার। প্রসবের ব্যথা উঠার সঙ্গে সঙ্গে পান্নার পরিবার সকাল ১০ টায় নিয়ে আসে মেট্রো হল জোরা টাংকি সেন্ট্রাল জেনারেল হাসপাতালে, তখন ডাঃ ছৈয়দা মিসকাত জাহান হেনা রুগী পান্নার পরিবারকে বলেন আজই সিজার করতে হবে, সকল প্রস্তুতি নিয়ে দুপুর ৩.৩০ ঘটিকায় ওটিতে নিয়ে সিজার সম্পন্ন করেন,অঙ্গান ডাঃ ছিলেন রৌশনারা বাচ্চা ও মা দুজনেই সুস্থ ছিলেন বলে জানিয়েছেন নিহত পান্নার পরিবার। সিজারের পরে যখন পান্নার সাভাবিক গ্যনে আসে তখন কি এক ইনজেকশন পোস করা হয় তা জানা ছিলোনা কারো পান্নার পরিবার জানিয়েছেন ইনজেকশন পোস করার কিছুটা সময়ের মধ্যে পান্না বুক ব্যথায় চিৎকার করে মুখে লালা ও ফেনায় ভেশে যায়। পানার অবস্থা জটিলতা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাঃ তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন নিহত পান্নার পরিবার। মৃত ঘোষণা জানা জানি হলে সেন্ট্রাল জেনারেল হাসপাতালের আশেপাশে প্রচুর জনতার ভিড় পরে যায় এই ঘটনার সুস্থ তদন্ত ও সুস্থ বিচারের দাবি করেন এলাকার বাসিন্দারা।
মৃত পান্নার দুটি ছেলে সন্তান ও একটি নবজাতক মেয়ে সন্তান রেখে গেছেন।

মৃত পান্নার গ্রামের বাড়ি ছৈয়দ পুর বাজার মতলব থানা
স্বামীঃ মোঃ দিসান।
বর্তমান ঠিকানাঃ চুন্নু,মন্নুর চাচাতো ভাই সবুজের বাড়ির ভাড়াটিয়া ডনচেম্বার নারায়ণগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *