ডেস্ক রিপোর্টঃ
১৪/০৩/২০২১ খ্রিঃ তারিখ টি এম কামরুজ্জামান র্যাব-২ এর বরাবরে ছেলেকে উদ্ধারের আবেদন করে বলে যে, তার ছেলে টি এম রিফাত বীন জামান(১৫)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগকারী আরো জানায় যে, গত ইং-১৩/০৩/২০২১ তারিখ বেলা ১১.০০ ঘটিকা হতে তার ছেলে নিখোঁজ। তার ছেলে টি এম রিফাত বিন জামান(১৫) রাজশাহীর বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা ও লিলাহ বোডিং এর ছাত্র। বেশ কিছুদিন যাবৎ মাদ্রাসার হুজুর তার ছেলেকে চুরির অপবাদ দিয়ে আসছে এরই প্রেক্ষিতে তার ছেলে টি এম রিফাত বীন জামান নিজের ব্যবহৃত কাপড়-চোপড় লড্রি করার নাম করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল নং-০১৮৫৪৮৫৭৯৩২ থেকে বিভিন্ন ধরনের কথা বলেছে। তাঁর ছেলে কোন অপহরণ চক্রের কবলে পড়েছে বলে তিনি মনে করেছিলেন। পারিবারিক অবস্থা এবং উপযুক্ত বিষয় পর্যালোচনা করে তার ছেলেকে উদ্ধারের জন্য র্যাবের কাছে আবেদন ও সহযোগীতার কামনা করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-২-এর আভিযানিক দল র্যাবের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে টি এম রিফাত বিন জামান(১৫) এর লোকেশন শনাক্ত করতে সক্ষম হয় এবং ১৬/০৩/২০২১ খ্রিঃ তারিখ ৮.৩০ ঘটিকায় রাজধানী ডিএমপি ঢাকার শেরে বাংলা নগর থানাধীন ১৪৪, রোজ ভিলা, পূর্ব রাজাবাজার এলাকা হতে টি এম রিফাত বিন জামান(১৫)কে উদ্ধার করে। টি এম রিফাত বীন জামান(১৫) জানায় যে, বেশ কিছু দিন যাবৎ মাদ্রাসার হুজুর টাকা চুরির অপবাদ দিলে সে মাদ্রাসা থেকে পালিয়ে যায় এবং ঢাকায় চলে আসে। পরবর্তীতে উল্লেখিত স্থান হতে উদ্ধার পূর্বক তার পিতা টি এম কামরুজ্জামানকে খুঁজে পাওয়ার সংবাদ দিলে সে অত্র র্যাব-২ এর কার্যালয়ে হাজির হলে তার নিকট হস্তান্তর করা হয়।