নিজস্ব প্রতিবেদক সিলেট

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদূর্গতদের মাঝে ব্যাপক আকারে ত্রাণ তৎপরতা শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান সেন্টারের অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম চলবে কয়েকমাস ধরে।

ত্রাণ কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, পুনর্বাসন, টিউবওয়েল, স্যানিটেশন। প্রাথমিকভাবে সিলেট জেলার চার উপজেলা- যথাক্রমে সদর উপজেলা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২১ ও ২২ জুলাই দুইদিনব্যাপী ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করা হয়।

২১ জুলাই বিকেল চারটায় সিলেটের সদর উপজেলার হলিভিউ রোডস্থ জামিয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসা ময়দানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহি্বুল্লাহিল বাকী নদভী, আল-জামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া জিরি, পটিয়া’র মহাপরিচালক মাওলানা হোবাইব বিন তৈয়ব, ড. মাওলানা মোজাফফর হোসাইন নদভী, মাওলানা মুহাম্মদ আমীন নদভী,

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের যুগ্মসচিব অধ্যাপক শফি উল্লাহ কুতুবী, মাননীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব ছালামত উল্লাহ, সদস্য মুহাম্মদ ওয়ায়েস, চীফ একাউন্ট্যান্ট মুহাম্মদ বুরহান উদ্দিন প্রমুখ। ত্রাণ তৎপরতা শুরুর পূর্বে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বিকেল তিনটায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় ভিজিট করেন।

মাননীয় সাংসদকে স্বাগত জানান সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ শহীদুল ইসলাম। কিং সালমান সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ শহীদুল ইসলামের সাথে আলোচনা করা হয়। এসময় মাননীয় সাংসদকে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ হতে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *